গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে

0
511
blank
blank

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

স্পিকার বলেন, গণতন্ত্র ও গণমাধ্যম পরস্পরের পরিপূরক। জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনমত গঠনে এবং গণতন্ত্রের উন্নয়নে গণমাধ্যম কর্মীদের কাজ করতে হবে। তিনি বলেন, সাংবাদিকতা ও সংবাদ সম্পাদনা একটি বিশেষায়িত পেশা। এ পেশায় নিয়োজিতদের জন্য বিশেষ জ্ঞান ও দক্ষতার প্রয়োজন। গণমাধ্যমে রিপোর্টার ও সাব-এডিটর হিসেবে নারীদের আরও বেশী সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন শিরীন শারমিন। তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসারের ফলে সাংবাদিকতায় বৈচিত্র্যের পাশাপাশি চ্যালেঞ্জও বৃদ্ধি পেয়েছে। তাই এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে টিকে থাকতে হলে প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় আরো দক্ষ হতে হবে। স্পিকার বলেন, সংবাদ পরিবেশনে সাব-এডিটরদের ভূমিকা অনন্য এবং অনস্বীকার্য। তাই সংবাদ সঠিকভাবে তুলে ধরে জনগণের প্রত্যাশা পূরণে এবং সংবাদপত্রের সুনাম বৃদ্ধিতে সাব-এডিটরদের সঠিক ভূমিকা পালন করতে হবে । ডিএসইসির সভাপতি নাছিমা আক্তার সোমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান  চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, রংপুর সিটি করপোরেশন মেয়র সরফুদ্দিন আহমদে ঝন্টু, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান ও ডিএসইসির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।