গণমাধ্যমের স্বাধীনতা খর্বের কোনো আইন করবে না সরকার: তথ্যমন্ত্রী

0
557
blank
blank

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়, বাংলাদেশে এমন কোন আইন করবে না শেখ হাসিনার সরকার। সরকার ও সাংবাদিক প্রতিপক্ষ নয় বরং পরিপূরক সম্পর্ক বজায় রেখে মুক্ত গণমাধ্যমের বিকাশে ভূমিকা রাখছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব আয়োজিত ‘বিশ্ব মুক্তগণমাধ্যম দিবসের আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, এক সময় সংবাদপত্র বের করতো পেশাদার সাংবাদিকরা। আর এখন পত্রিকা বের করে সম্পাদক হচ্ছে ব্যবসায়ীরা। তাই মালিকপক্ষের ভূমিকা কোন মাধ্যমের জন্য কতটুকু সহায়ক, তা বিশ্লেষণ করার সময় এসেছে।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় প্রবন্ধ পাঠ করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সিনিয়র সাংবাদিক হারুন হাবিব, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম, সহ-সভাপতি আজিজুল ইসলাম ভুইয়া ও জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায় প্রমুখ।