গভীর রাতে গ্রেফতার করে নির্যাতন করাটা বেআইনি

0
492
blank
blank

ঢাকা : গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে গ্রেফতার করে নির্যাতন করার বিষয়টি বেআইনি কাজ করা হয়েছে বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার আগারগাঁওয়ের বাংলাদেশ বেতারে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কুড়িগ্রামে জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফুলকে গভীর রাতে গ্রেফতার ও নির্যাতন করা হয়েছে, এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, যিনি আইন বহির্ভূতভাবে কোনো কাজ করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কারো কোনো অপরাধ থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া যেত, গভীর রাতে মোবাইল কোর্ট বসিয়ে তাকে গ্রেফতার করে নির্যাতন করাটা বেআইনি কাজ করা হয়েছে।