গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন ১৫ মে

0
488
blank

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ভোট গ্রহণের এই তারিখ রেখে দুই সিটির তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। তিনি জানান, গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১২ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৫ ও ১৬ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহার ১৮ এপ্রিল। এরপর প্রতীক বরাদ্দ ১৯ এপ্রিল। আর ভোটগ্রহণ করা হবে ১৫ মে।

ইসি সূত্র জানায়, সংসদ নির্বাচনের আগেই গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটিতে ভোটগ্রহণ করতে প্রস্তুতি নেয় নির্বাচন কমিশন। যেহেতু এর আগে ঢাকার দুই সিটিতে নির্বাচনের তফসিল ঘোষণার পরও জটিলতা থাকায় স্থগিত করা হয়েছে। এজন্য এসব সিটিতে কোনো জটিলতা আছে কি না তা আগে থেকেই জানার জন্য দুই দফায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেয় ইসি। ওই চিঠির জবাবে মন্ত্রণালয় বুধবার ইসিকে জানায় এসব নির্বাচনে কোনো জটিলতা নেই।