গাজীপুর সিটিতে কোরআন গবেষণাগার নির্মিত হবে: মেয়র

0
582
blank
blank

নিউজ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) এলাকায় দুই বিঘা জমির ওপর এক কোরআন গবেষণাগার গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন মেয়র এডভোকেট মো. জাহাঙ্গীর আলম। এছাড়া সিটি কর্পোরেশনের সকল মসজিদ মাদ্রাসার ইমাম-খতিবগণকে বার্ষিক ১৪ হাজার টাকা হারে ভাতা দেয়া হবে। বুধবার দুপুরে গাজীপুরের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইমাম- খতিব ও ওলামা- মাশায়েখ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব ঘোষণা দেন। মেয়র আরো বলেন, সিটি কর্পোরেশনের ৫৭ ওয়ার্ডে একটি করে কবরস্থান, মসজিদ, মাদ্রাসা নির্মাণ করে দেওয়া হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুহিব খান, দারুল উলুম হাড়িনাল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি দেলোয়ার হোসাইন, গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কামরুল ইসলাম নোমানী, পুলিশ লাইন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুজিবুর রহমান মাহমুদী, গাজীপুর জেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান মিয়াজী প্রমুখ।