গানের মঞ্চে আর্টসেলের পুনর্মিলনী

0
678
blank

‘ভাই, আমার চোখে পানি চলে আসছে।’
আর্মি স্টেডিয়াম তখন জনসমুদ্র। জয় বাংলা কনসার্টে মাত্রই আর্টসেলের সঙ্গে ‘দুঃখ বিলাস’ শেষ করেছে হাজার হাজার মানুষ। তার মধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজিবুজ্জামানের গলা ফাটানো কথাটা শুনে চমকে তাকালাম। ‘আর্টসেলের গান শুনে বড় হয়েছি ভাই। মেম্বারদের মধ্যে দূরত্বটা খুব কষ্ট দিত। আজকে সবাইকে এক মঞ্চে দেখে এত ভালো লাগছে! দুঃখ বিলাস গানটা গাইতে গাইতে ইমোশনাল হয়ে পড়লাম।’
প্রিয় ব্যান্ডের প্রতি এমন আবেগ থেকেই সংগীতপ্রেমীরা জড়ো হয়েছিলেন জয় বাংলা কনসার্টে। শুধু জয় বাংলা কনসার্টের মঞ্চে অংশ নিতে অস্ট্রেলিয়া থেকে উড়ে এসেছেন আর্টসেলের দুই সদস্য—সেজান ও সাজু। ভোকাল লিংকনের সঙ্গে মিলে তাঁরা পরিচয় করিয়ে দিয়েছেন নতুন গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদকে। অনেক বছর পর পুরো লাইনআপ নিয়ে ভক্তদের উন্মাদনায় ভাসিয়েছে আর্টসেল। দীর্ঘদিন ধরে ব্যান্ডটির নতুন গান নিয়ে সংশয়ে ছিল আর্টসেলপ্রেমীরা। তাঁদের জন্য চমক ছিল নতুন গান ‘সংশয়’-এর ঘোষণা।