গুজব প্রতিরোধে অনলাইন গণমাধ্যম কর্মীদের সজাগ থাকতে হবে

0
710
blank
blank

সিলেট : প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার বলেছেন, একটি অপশক্তি গুজব ছড়িয়ে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে চায় তাই গুজব প্রতিরোধে অনলাইন গণমাধ্যম কর্মীদের সজাগ থাকতে হবে। দেশ বিরোধী সংবাদ যেন প্রকাশ না হয় সেদিকে আরো নজর
রাখতে হবে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সিলেট অনলাইন প্রেসক্লাবের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পাশাপাশি এদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অনলাইন গণমাধ্যমে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসছে সরকার। সব ধরণের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও মকসুদ আহমদ মকসুদ এর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন,সিলেট জেলা তথ্য অফিসের উপ পরিচালক জুলিয়া জেসমিন মিলি।সিল টিভির প্রধান সম্পাদক আল আজাদ, ইউএনবি’র সিলেট প্রতিনিধি মো: মহসিন প্রমুখ।
এর আগে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকারকে ক্লাব সদস্যরা ফুল দিয়ে বরণ করেন।