গুলশানে হামলা: আটক শাওনের মৃত্যু

0
498
blank
blank

নিজস্ব প্রতিবেদক: গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার কয়েক ঘণ্টার মাথায় ওই এলাকা থেকে রক্তাক্ত যে তরুণকে পুলিশ আটক করেছিল, সেই জাকির হোসেন শাওন এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর হাসপাতালে মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাশ জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২২ বছর বয়সী ওই তরুণকে শুক্রবার দুপুরে ক্যাজুয়ালটি থেকে আইসিইউতে নেওয়া হয়। বিকাল ৫টা ২০ মিনিটে সেখানেই মৃত্যু হয় শাওনের।
তার বাবা আবদুস সাক্তার সন্ধ্যায় বলেন, “শাওন আর নাই। ওকে মর্গে নিয়ে যাচ্ছে।”
পরিবারের ভাষ্য, শাওন প্রায় একবছর ধরে হলি আর্টিজান বেকারিতে বাবুর্চির সহকারী হিসেবে কাজ করছিলেন। তিনি কোনো অপরাধে জড়িত ছিলেন না।
একদল অস্ত্রধারী তরুণ গত ১ জুলাই ওই ক্যাফেতে হামলা চালিয়ে দেশি-বিদেশি জনকে হত্যা করে। পরদিন কমান্ডো অভিযানে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র বাহিনী। সে সময় ছয় সন্দেহভাজন অস্ত্রধারী নিহত হয়।