ঘুষ আর দুর্ণীতি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে: এরশাদ

0
526
blank
blank

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সমাজে আজ শুধুই অনাচার অবিচার। হাতুড়ি দিয়ে ছাত্রদের পা ভাঙ্গা হয়। অপরাধ তারা কোটা সংস্কার চায়। এটাতো ছাত্রদের ন্যায্য দাবি। ঘুষ আর দুর্ণীতি আজ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আমার সময় ফেনসিডিল নিষিদ্ধ করেছিলাম বর্তমানে নিষিদ্ধ এই ফেনসিডিল লাখ লাখ বোতল কোথা থেকে আসে তা আমরা জানি।

জাপা চেয়ারম্যান বলেন, বিদেশি আগ্রাসনে হারিয়ে যাচ্ছে দেশীয় সংস্কৃতি। বিদেশি চ্যানেল আমাদের কুশিক্ষা দিচ্ছে। মানুষ এখন আর বাংলা সিনেমা দেখেনা। ৩০টির মতো বাংলা চ্যানেল থাকলেও খবর ছাড়া চ্যানেলগুলো আমরা দেখিনা। বর্তমান সমাজে মাদকের যে বিস্তার এটাও বিদেশি সংস্কৃতির ফল।

শনিবার বিকালে রাজধানীর কাকরাইল আইডিইবি ভবনে জাতীয় সাংস্কৃতিক পার্টির ২৭তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মাসুদ পারভেজ সোহেল রানার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাপার কো-চেয়ারম্যার জিএম কাদের, দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।