চলমান রাজনৈতিক সঙ্কট ভয়াবহ: বি. চৌধুরী

0
489
blank
blank

নিজস্ব প্রতিবেদক: বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী চলমান রাজনৈতিক সঙ্কটকে ভয়াবহ উল্লেখ করে বলেছেন, এই সঙ্কট সরকারের জন্য অগ্নিপরীক্ষা। তিনি আইন-শৃ্খংলা রক্ষাকারী বাহিনী এবং দলীয় কর্মীদের পূর্ণ নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, চলমান রাজনৈতিক সংকটকে ভয়াবহ। বি. চৌধুরী মঙ্গলবার দুপুরে দলের নির্বাহী কমিটির বর্ধিত মূলতবী সভার সমাপনী বক্তব্যে এসব কথা বলেন।

বিকল্পধারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবে উল্লেখ করে তিনি বলেন, জাতি একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনমতের প্রতিফলন দেখতে চায়। তিনি নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান।