চার‌দি‌কে একটা অস্ব‌স্তিকর, অন্ধকার প‌রি‌বেশ: মির্জা ফখরুল

0
520
blank

ঢাকা:‌ ‘আমা‌দের চার‌দি‌কে কেন জা‌নি একটা অস্ব‌স্তিকর, অন্ধকার প‌রি‌বেশ। আমরা য‌দি গোটা বিশ্ব, পৃ‌থিবীর দি‌কে তাকাই, তাহ‌লে যুদ্ধ, বিগ্রহ, হত্যা, অন্যায় চল‌ছে’ বলে মন্তব্য করেছেন বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্প‌তিবার দুপু‌রে রাজধানীর ডি‌প্লোমা ইঞ্জি‌নিয়ার্স ইনস্টি‌টিউশন হল রু‌মে সঙ্গীত, নৃত্য, আবৃ‌ত্তি অভিন‌য়ে জাতীয় শিশুশিল্পী প্র‌তি‌যো‌গিতা ‘শাপলাকু‌ড়ি’র পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌নের উদ্বোধনকা‌লে ফখরুল এসব কথা ব‌লেন। অনুষ্ঠানের আ‌য়োজন ক‌রে‌ জিয়া শিশু একা‌ডেমি।

মির্জা ফখরুল বলেন, ‘দে‌শে খব‌রের কাগজের পাতা যখন উল্টাই তখন দে‌খি এখা‌নে আমা‌দের শিশু‌দের ওপর নির্যাতন চল‌ছে, আমা‌দের মা‌য়েরা নির্যাত‌নের শিকার হ‌চ্ছেন, আমা‌দের ভাই‌য়েরা নির্যাত‌ন-নিপীড়‌নের মু‌খে পড়‌ছে। তখন স‌ত্যিকার অর্থেই আমরা ব্য‌থিত হই, বিপর্যস্ত হই। কখনো কখনো ম‌নে হয় আস‌লে চার‌দি‌কে অন্ধকার। আলো কি নেই? অবশ্যই আলো আছে। আর এই আলোর সন্ধা‌নেই আমরা এবং শিশুরা যা‌ব।’