” চালকেরা ট্রাফিক আইন মেনে চললে এবং চালক সচেতন হলে দুর্ঘটনার হার কমে যাবে”

0
559
blank

 – আব্দুল আওয়াল চৌধুরী ভারপ্রাপ্ত কর্মকর্তা,

ওসমানী নগর থানা বর্তমান সময়ে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে। সড়ক দুর্ঘটনায় প্রতিদিন মানুষের মূল্যবান জীবন ঝরে যাচ্ছে। আর যারা বেঁচে থাকেন তারা সমাজ এবং পরিবারের জন্য বোঝা হয়ে উঠেন। সড়ক দুর্ঘটনার এই মহামারি সম্পর্কে চালকদের সচেতন করার লক্ষ্যে ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আব্দুল আওয়াল চৌধুরীর উদ্যোগে লোকাল বাস ও ট্রাক/পিকআপ চালকদের মধ্যে “সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ” শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। থানার সেকেন্ড অফিসার সাব-ইন্সপেক্টর জনাব রমা প্রসাদের পরিচালায় বক্তারা চালকদের উদ্দেশ্যে বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য রাখেন। জনাব আব্দুল আওয়াল চৌধুরী বলেন, “চালকেরা সচেতন হলে দুর্ঘটনা বহুলাংশে কমে যাবে। রাস্তায় বিভিন্ন রকমের ট্রাফিক সাইন আছে যেগুলো চালকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চালেকেরা যদি এই সাইন গুলো অনুসরণ করেন তাহলে দুর্ঘটনা থেকে বেঁচে যাবে।” তিনি আরও বলেন, “অদক্ষ্য চালক এবং ফিটনেস বিহীন গাড়ি দুর্ঘটনার জন্য বহুলাংশে দায়ী। একটি দুর্ঘটনার ফলে একটি পরিবার হারায় তার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। বাবা-মা হারান তার সন্তানকে, স্ত্রী হারান তার স্বামী, সন্তান হারায় তার বাবাকে। দুর্ঘটনা প্রতিরোধে চালকদের আরও সচেতন হওয়া উচিৎ। ” অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওসমানী নগরে ট্রাফিক সার্জেন্ট ফাহাদ। তিনি বলেন, ” আমি দেখেছি চালকেরা কি বেপরোয়া ভাবে ওভারটেকিং করেন। সিগনাল ছাড়াই বিপদজনক ভাবে লেফট টার্ন রাইট টার্ন কিংবা ইউটার্ন করেন। অনেক চালক কোন প্রকার সংকেত ছাড়াই ফিডার রোডে ঢুকে পরেন কিংবা ফিডার রোড থেকে হাই ওয়েতে উঠে যান। যার কারণে পিছনের গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়।” তিনি আরও বলেন, বাসে এবং ট্রাকে যে হাইড্রোলিক হর্ণ বাজানো হয় তা মানুষের স্বাস্থের জন্য অত্যন্ত ক্ষতিকর। চালকদের উচিৎ এগুলো সরিয়ে ফেলা। গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলা দুর্ঘটনার অন্যতম কারণ। তাই চালকদের উচিৎ নিজের জীবনের কথা চিন্তা করে মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে গাড়ি চালানো অবস্থায় মোবাইলে কথা না বলা।” অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাস মালিক সমিতির অন্যতম নেতা জনাব শাহ নুর মিয়া, ট্রাক-পিকআপ তাজপুর শাখার সভাপতি জনাব সেলিম আহমদ এবং গোয়ালাবাজার শাখার সভাপতি জনাব বাবুল মিয়া