চেয়ারম্যান প্রার্থী মুকুটের সমর্থনে জগন্নাথপুরের মীরপুর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
515
blank

বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর: আসন্ন সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা মুকুটের সমর্থনে জগন্নাথপুরের ৩নং মীরপুর ইউ/পি তে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউ/পি চেয়ারম্যান জমির উদ্দিন এর সভাপতিত্বে এবংনুরল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা মুকুট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ূব বখত জগলুল ও দক্ষিণ সুনামগঞ্জের উপজেলা চেয়ারম্যান আবুল কালাম। বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউপি চেয়ারম্যান আবু ইমানী, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি মিয়া, পাটলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আংগুর মিয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, তাজিবুর রহমান, দীপক গোপ, জেলার বিভিন্ন উপজেলার মধ্যে মোল্লাপাড়া ইউপি চেয়ারম্যান নুরুল হক, কোরবান নগর ইউপি চেয়ারম্যান আবুল বরকত, লক্ষনশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল অদুদ, সুরমা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার, গৌরারঙ্গ ইউপি চেয়ারম্যান ফুল মিয়া, কাঠইড় ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, মোহনপুর ইউপি চেয়ারম্যান নুরুল হক, ফতেহপুর ইউপি চেয়ারম্যার রঞ্জিত চৌধুরী রাজন, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, বদরুল ইসলাম,আ.লীগ নেতা নুরুল ইসলাম,মীরপুর ইউ/পি আ’লীগ সাধারন সম্পাদক কাদির মিয়া,সুফান মেম্বার ,নছির মিয়া,আকিজান, প্রমূখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হুদা মুকুট বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ আমার রাজনৈতিক গুরু ছিলেন। আমি সব সময় তাঁকে অনুস্বরণ করে থাকি। তিনি বলেন, আমি নির্বাচিত হলে সকল জন প্রতিনিধিদের নিয়ে সকলের মতামতের ভিত্তিতে জেলার সকল উন্নয়ন কাজ করবো। তিনি তাঁর প্রতিদ্বন্ধি প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের সমালোচনা করে বলেন, ইমন একজন হাইব্রিড নেতা। তিনি উড়ে এসে জোরে বসেছেন। তিনি বিগত ইউপি নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করেছেন। তিনি জেলা পরিষদের উন্নয়ন ফান্ড আত্মসাত করেছেন। তিনি কোন প্রকার উন্নয়ন করেননি। বরং নিজের আখের গোছিয়েছেন। তিনি জন প্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের কোন প্রকার মূল্যায়ন করেন না। এদিকে-নুরুল হুদা মুকুটের সমর্থনে জগন্নাথপুর উপজেলায় গন জোয়ার হয়। পৃথক সভায় বক্তারা তৃণমুল পর্যায়ের সকল জন প্রপাটলি, মিরপুর ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের হলরুমে পৃথক সভা অনুষ্ঠিত তিনিধিদের প্রতি আহবান জানিয়ে বলেন, আগামি ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নুরুল হুদা মুকুটকে বিজয়ী করুন। তিনি নির্বাচিত হলে কাঙ্খিত উন্নয়নহ জন প্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের মূল্যায়র বৃদ্ধি পাবে।