ছাত্রদের ন্যায্য দাবিকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা চলছে : ডিএমপি কমিশনার

0
561
blank
blank

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, একটি গোষ্ঠী ছাত্রদের ন্যায্য দাবিকে ভিন্নখাতের প্রবাহিত করার চেষ্টা করছে। ছাত্রদের আন্দোলন যৌক্তিক। আমরা তাদের আন্দোলনকে স্যালুট জানায়।

ডিএমপির মিডিয়া সেন্টারে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর চলমান ছাত্র আন্দোলনসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পুলিশ সারারাত ডিউটি করে বলেই আপনারা নিরাপদে ঘুমাতে পারছেন। অন্য চাকরিতে ডিউটি ঘণ্টা থাকলেও পুলিশের নির্দিষ্ট কোনো ডিউটি ঘণ্টা নেই। অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের সেবায় দিনরাত কাজ করছে।
এ সময় তিনি আগামীকাল রবিাবর থেকে ট্রাফিক সপ্তাহ ঘোষণা করেন। ট্রাফিক সপ্তাহে কেউ লাইসেন্সবিহীন যানবাহন চালালে বা ট্রাফিক আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।