ছাত্র রাজনীতি নিয়ে কথা বলতে বিব্রত বোধ করেন তোফায়েল

0
543
blank
blank

ঢাকা : ছাত্র রাজনীতি নিয়ে কথা বলতে এখন বিব্রত বোধ করেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ। ডাকসু ভিপির ওপর হামলা প্রসঙ্গে সোমবার সকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে বনানী কবরস্থানে প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের অষ্টম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানান তিনি।

তোফায়েল আহমেদ আরো বলেন, ডাকসুর ভিপি যারা হন তাদের আরও সতর্ক হয়ে কথাবার্তা বলা ও চলাফেরা করা উচিত।

একই সাথে রাজনীতি নিয়ে বাড়াবাড়ি না করে বিশ্ববিদ্যালয় ও ডাকসুতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন সাবেক এই ছাত্র নেতা।

তিনি বলেন, আমরা যখন ছাত্র রাজনীতি করেছি তখন আমাদের আদর্শগত ভিন্নতা ছিল কিন্তু এক সাথেই দাবি আদায় করেছি।