জগন্নাথপুরের জাহিদ জালালাবাদ মেডিকেল ছাত্রকল্যাণ সমিতির সভাপতি

0
607
blank
blank

নিজস্ব প্রতিনিধি: ঢাকাস্থ সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলো নিয়ে গঠিত জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ আব্দুল জাহিদ। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য।

গত রাতে সোহরাওয়ার্দী মেডিকেল এর মোহাম্মদ আব্দুল জাহিদকে সভাপতি, ঢাকা মেডিকেল এর মেধাবী ও ঢাকা চিকিৎসা বিজ্ঞান জেলা ছাত্রলীগ এর সাধারন সম্পাদক পার্থ সারথী দাস কে সাধারন সম্পাদক করে ৪৫ সদস্যের এক পুর্নাঙ্গ কিমিটির অনুমোদন দেওয়া হয়। সিনিয়র সহ সভাপতি হয়েছেন। স্যার সলিমুল্লাহ মেডিকেল এর দিব্যেন্দু রায় রাজীব।

অন্যান্য সহ সভাপতি হচ্ছেন রেজাউল কবির ফাহিদ (সোহরাওয়ার্দী মেডিকেল), সেলিয়া চৌধুরী (ঢাকা মেডিকেল), ফাত্তাহ সায়েম ঢাকা মেডিকেল), আলিনা হক আলিনী (ঢাকা মেডিকেল), মোকান্তিম হোসাইন মিদ্দিন (সলিমুল্লাহ মেডিকেল)

যুগ্ন সাদারন সম্পাদক হিসেবে আছেন, আজিজুর রহমান (ঢাকা মেডিকেল), অনুপ তালুকদার (সলিমুল্লাহ মেডিকেল), তাহমিদ জাহিন (সোহরাওয়ার্দী মেডিকেল), আবু সাইদ মোহাম্মদ জামিল (ঢাকা মেডিকেল)।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন, শাহ আহমেদ নুসায়ের (মুগদা মেডিকেল), অনির্বান দেব ( ঢাকা মেডিকেল), রায়হান আরাফাত ( সলিমুল্লাহ মেডিকেল), সৌমিক ভট্টাচার্য (সোহরাওয়ার্দী মেডিকেল)।

প্রচার সম্পাদক মোঃ সাইফ রহমান খান (ঢাকা মেডিকেল), দপ্তর সম্পাদক মোঃ ফাইজুর রহমান (সোহরাওয়ার্দী মেডিকেল), অর্থ সম্পাদক শুভ্র দাস (সোহরাওয়ার্দি মেডিকেল), ছাত্রী বিষয়ক সম্পাদক রোহিত্য আচার্য্য (সলিমুল্লাহ মেডিকেল), সাহিত্য বিষয়ক সম্পাদক আকাশ নুনিয়া ( ঢাকা মেডিকেল), সাংস্কৃতিক সম্পাদক সোনালি রায় (সোহরাওয়ার্দী মেডিকেল)।