জগন্নাথপুরের মহিলাদের রক্তের গ্রুপ সনাক্তকরন ও ঔষধ বিতরন সম্পন্ন

0
470
blank
blank

জগন্নাথপুর, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়নের কয়েকটি স্থানে মহিলাদের রক্তের গ্রুপ সনাক্তকরন ও ঔষধ বিতরণ সম্পন্ন হয়েছে। শিবগঞ্জ বাজার কমিউনিটি ক্লিনিক থেকে শুরু হয়ে গতকাল বৃহঃবার খামড়াখাই স্থানীয় মেম্বারের বাড়ীতে গিয়ে মহিলাদের রক্তের গ্রুপ সনাক্তকরন ও ঔষধ বিতরণ কার্যক্রম শেষ হয়।
ইউনিয়ন অফিস সূত্রে জানা যায়, রানীগঞ্জ ইউনিয়নের ৪টি স্থানে ২০০জন গভবর্তী মহিলাদের প্রসব সেবা নিয়ে আলোচনা, ৪টি চেকআপ,দক্ষ সহায়তাকারী ডেলিভারী,হাসপাতালে ডেলিভারী,টিটি টিকা,বাচ্চাদেও টিকা,প্রসব পরবর্তী চেকআপ,প্রসব পরিকল্পনা ও পরিবার পরিকল্পনা বিষয়ে আলোচনা,রক্তের গ্রুপ সনাক্তকরন ও ঔষধ বিতরণ কার্যক্রম চলে। স্থান গুলো হল শিবগঞ্জ বাজার কমিউনিটি ক্লিনিক,রানীগঞ্জ বাজার পরিবার কল্যাণ কেন্দ্র,নোয়াগাঁও কমিউনিটি ক্লিনিক,কামড়াখাই স্থানীয় মেম্বার মোঃ মাহমুদ মিয়ার বাড়ীতে। এ কার্যক্রমের এক সক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন রানীগঞ্জ ইউনিয়ন ১নং ওয়ার্ড এর সদস্য মোঃ মাহমুদ মিয়া পরিচালনা করেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল গফুর,প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা সাজ্জাদ মোক্তার। সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা নগেন্দ্র কুমার দাস,পরিবার কল্যাণ পরিদর্শক শহিদুল ইসলাম,ইউনিয়ন পরিষদের সদস্যা মোছাঃ রুকসানা বেগম, সদস্য মোঃ বজলু মিয়া, প্রাইভেট সি এস বিএ মার্জিয়া বেগম,মারজানা বেগম,অসীমা রানী দেব সহ স্থানীয় গর্ভবতী মা শিশু ও সকল শ্রেণী পেশার মানুষ। সভা শেষে গর্ভবতী মায়েদের রক্তের গ্রুপ নির্ণয় কার্ড,প্রসব পরিকল্পনা কার্ড,এনএনসি কার্ড ও ক্যালসিয়াম এবং আয়রন ট্যাবলেট বিতরন করা হয়।