জগন্নাথপুরের ৩নং মীরপুর ইউনিয়নে নির্দলীয় নির্বাচন বাস্তবায়ন কমিটি গঠন

0
523
blank
blank

জগন্নাথপুর, সুনামগঞ্জ থেকে, বিশেষ প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলার ৩নং মীরপুর ইউনিয়নে নির্দলীয় নির্বাচন বাস্তবায়ন কমিটি এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে গঠন করা হয়েছে। আব্দুল কাদির’কে আহবায়ক, সাদেকুর রহমান সাদ, মোস্তফা আলী, জাহানে আলম বাদশা মিয়া, এম. সোহেল, আং লতিফ, বিলাল আহমেদ- কে যুগ্ন আহবায়ক ও আবুল বাশার খোকন’কে সদস্য সচিব এবং বশির মিয়া, তানভীর আলম পিয়াস, হূমায়ূন খান-কে সিনিয়র সদস্য করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলার মিরপুর ও বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন দীর্ঘ ১৪ বছর ধরে হচ্ছে না। জগন্নাথপুর ও বিশ্বনাথ উপজেলার সীমান্ত নিয়ে বিরোধের কারণে নির্বাচন থেকে বঞ্চিত রয়েছেন দুই ইউনিয়নবাসী। এ নিয়ে দুই ইউনিয়নবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। নির্বাচন বঞ্চিত মিরপুর ইউনিয়নবাসী ক্ষোভ প্রকাশ করে সকল সমস্যার সমাধান করে নির্বাচন দেয়ার দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের এ ন্যায্য দাবি আদায়ের লক্ষেই তারা এ কমিটি গঠন করেছেন বলে জানান কমিটি গঠনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।