জগন্নাথপুরে আবারো পুলিশের উপর হামলা, ৪ পুলিশ আহত

0
557
blank
ফাইল ছবি
blank

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে মারমারি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামিকে ধরতে গিয়ে আসামি পক্ষের লোকজনের হামলায় ৪ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানাগেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও-নেয়াগাঁও গ্রামের আবদুর রহিমের ছেলে মারামারিসহ দুইটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামি সফরুল ইসলামকে গ্রেফতার করতে মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর থানার এসআই আবদুস সালাম মিয়ার নেতৃত্বে একদল পুলিশ নৌকাযোগে আসামির বাড়িতে যায়। এ সময় পুলিশ আসামি সফরুল ইসলামকে গ্রেফতার করে নৌকায় তুলে আসার পথে আসামি পক্ষের লোকজন আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালায়। তখন তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে জগন্নাথপুর থানার এসআই আবদুস সালাম মিয়া, এএসআই অরুন সিংহ, শাহিন আলম চৌধুরী ও কনস্টেবল বেলাল আহমদ আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদিকে পুলিশের উপর জটলা বেঁেধ এসে হামলা করতে গিয়ে জনতার টানাহেঁচড়ায় গ্রামের এক বৃদ্ধ নারী আহত হন বলে খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই আবদুস সালাম মিয়া জানান, আসামি পক্ষের ৪০/৫০ জন লোক আসামিকে ছিনিয়ে নিতে চাইলেও পারেনি। এ সময় তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আমরা আহত হলেও আমরা কোন প্রকার লাটিচার্জ করিনি।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী বলেন, আসামি ধরতে বাঁধা দেয়া নিয়ে পুলিশের সাথে টানা হেঁচরার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে-পুলিশ আসামি ধরার কারণে উত্তেজিত হয়ে আসামি পক্ষের লোকজন উক্ত মারামারি মামলার বাদী একই গ্রামের মুহিবুর রহমান টুনুর চাচা যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ভাংচুর করেছে। এতে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে বাদী পক্ষের লোকজন জানান। এছাড়া বিগত প্রায় এক বছর আগে একই মামলার আরেক পলাতক আসামি আতিকুর রহমান আকলুকে জগন্নাথপুর এসআই আবদুল কাদের গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হন। মামলা নং-জিআর ১৩/১৬ইং। এ ঘটনায় জগন্নাথপুর থানায় পুলিশ অ্যাসল্ট মামলা হয়।
অপরদিকে একের পর এক পুলিশের উপর হামালার ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। #

 

আলী আছগর ইমন
তারিখ-২০/০৬/১৭