জগন্নাথপুরে আরো ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

0
498
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলার ৭ ইউনিয়নের আরো ১২৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল বৃহস্পতিবার দিন ব্যাপী নির্ধারিত রিটানিং অফিসারের অফিস থেকে ১৮ জন চেয়ারম্যান প্রার্থী ও বিভিন্ন ওয়ার্ডের ১০৭ জন সদস্য প্রার্থীসহ মোট ১২৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহকারীরা হচ্ছেন, ১ নং কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাশিম, গয়াছ মিয়া ও দ্বীপক কান্তি দে দিপাল। এ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ছোবা মিয়া, কামাল হোসেন, আছাদুল হক, আব্দুল হাই, যুবরাজ মিয়া, লিয়াকত হোসেন, হাবিবুর রহমান, আমিন উদ্দিন, আব্দুল হান্নান, আজিজুর রহমান, আব্দুল হাশিম, বাহাদুর ময়না, অজিত দাস, নুর মিয়া পীর, সিরাজ মিয়া, মনোয়ারা বেগম, সমজিয়া বেগম, হালিমা বেগম, রাকিয়া বেগম, রীতা রাণী দে ও মাশেদা বেগম। ২ নং পাটলি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আংগুর মিয়া ও আশিক মিয়া শিকদার। এ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী বশির আহমদ, আবুল হাসনাত, শিব্বির আহমদ, এখলাছুর রহমান, কিসমত আলী, খালিদ হাসান খালেক, ফাতেহা বেগম ও লক্ষী রাণী দাস। ৫ নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো.আরশ মিয়া ও সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ। এ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য প্রার্থী সুফিয়া বেগম, চমকতেরা বিবি, রাফিয়া বেগম, শান্তনা ইসলাম লাকি, সুহেনা বেগম, শামসুজ্জামান রইছ, হিরা মিয়া, ফুল মিয়া, আব্দুল মনাফ, বাবুল মাহমুদ, রফিক মিয়া, সুজাত মিয়া, নুরুল হোসেন, সিরাজ আলী, মনির উদ্দিন, টাকন মিয়া, রুবেল আহমদ, জমিরুল হক ও ফজলুল হক। ৬ নং রাণীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল হাফিজ ও শহিদুল ইসলাম রানা। এ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য প্রার্থী জাহেদা বেগম, এলাছি বিবি, সুদমিনা রাণী সরকার, আম্বিয়া বেগম, হেলেনা বেগম, সৈয়দা শিউলি আক্তার, অরুন চন্দ্র দাস, সুবোধ চৌধুরী, মাহমুদ মিয়া, টিপু সুলতান, দিলিপ দাস তালুকদার, ফারুক মিয়া, তেরা মিয়া, কান্তান মিয়া, তৌরিছ মিয়া, কাওছার মিয়া, কামাল উদ্দিন, কমলা মিয়া ও লাল মিয়া। ৭ নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল হাসান, তৈয়ব কামালী ও বদরুল ইসলাম খান। এ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য প্রার্থী রহিমুন্নেছা, বাপ্পী রাণী রায়, শাহ নেওয়াজ, রাহিন মিয়া, আতিক মিয়া, শেখ রুহুল আমিন ও আব্দুল মনাফ। ৮ নং আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল আহাদ মদরিছ, শাহ আবু ইমানী, ফখরুল ইসলাম খান ও হিরা মিয়া। এ ইউনিয়নের সদস্য প্রার্থী সৈয়দ এনামুল হোসেন, আজিজ মিয়া, ফজলুল হক কবেরী, নজরুল ইসলাম খান, ছানু মিয়া, আছলাম খান, গোলাম মোস্তফা জালাল, জমির উদ্দিন, পরাস মিয়া, খছরু মিয়া, আব্দুল গফ্ফার, অলিউর রহমান, ফয়জুন্নুর, বকুল চন্দ্র দাস, সাজনা বেগম, আফিয়া খানম, স্বপ্না রাণী রায় ও আনোয়ারা বেগম। ৯ নং পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আপ্তাব উদ্দিন ও সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলী আফজল। এ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য প্রার্থী সালেহা বেগম, শরিফুল বেগম, সুফিয়া বেগম, আম্বিয়া বেগম, রিক্তা রাণী দাস, নুরুল খান, আব্দুস শহীদ, সিরাজ উদ্দিন, নুরুল ইসলাম চৌধুরী, ছানু মিয়া, নুরস খান, আলী আকবর খান ও জমশেদ আলী।