জগন্নাথপুরে আ.লীগের দুই গ্রুপের পৃথক কর্মসূচি পালন

0
447
blank
blank

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামীলীগের দুই গ্রুপ পৃথকভাবে জাতীয় জেলহত্যা দিবস পালন করেছে। দীর্ঘদিন পৌর আওয়ামীলীগের আহবায়ক কমিটিকে মাঠে দেখা না গেলেও ইদানিং তারা সক্রিয় হয়ে উঠেছেন। এখন তারা সমানভাবে পাল্লা দিয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেখা গেছে।

জানাগেছে, মঙ্গলবার জাতীয় জেলহত্যা দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ নেতা সুজিত কুমার রায়ের পরিচালনায় আলোচনাসভা এবং জগন্নাথপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে পৌর আওয়ামীলীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়ার পরিচালনায় পৃথক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। উভয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি হরমুজ আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ূম মশাহিদ, সৈয়দ সাব্বির মিয়া, লুৎফুর রহমান, হাজী আব্দুল জব্বার, বিজন কুমার দেব, উপজেলা কৃষকলীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, পৌর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক হীরা মোহন দেব, ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুর রহমান লিলু, পৌর আওয়ামীলীগ নেতা শফিকুল হক কাউন্সিলর, প্রজেশ গোপ, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী সুন্দর আলী, পাটলি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনু মোঃ মতছির,পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল তাহিদ, কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান, আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মসুদ আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, যুবলীগ নেতা এম ফজর“ল ইসলাম, সাইফুল ইসলাম রিপন, অ্যাডভোকেট মির্জা আবু তাহের মোহন, শশী কান্ত গোপ, পাখি মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, সাফরোজ ইসলাম মুন্না, কলেজ ছাত্রলীগ নেতা মুহিবুর রহমান লিটু, পৌর ছাত্রলীগের সভাপতি সায়েক আহমদ প্রমূখ। এ সময় পৌর আওয়ামীলীগ নেতা রাজা মিয়া, উপজেলা যুবলীগ নেতা নিজামুল করিম, সিদ্দিকুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা মামুন আহমদ, সিতু আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা তোহা চৌধুরী, মলি­ক মনসুর, জিন্নাহ আহমদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে-বিবদমান আরেক গ্রুপ জগন্নাথপুর পৌর আওয়ামীলীগের আহবায়ক কমিটির উদ্যোগে জগন্নাথপুর ভিতর বাজারে জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষে আলাদাভাবে আলোচনাসভা, মিলাদ মাহফিল ও শিরণি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সদস্য সচিব জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র আবাব মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা শাহীদুল ইসলাম বকুল, হাজী হারুন মিয়া, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, মিন্টু রঞ্জন ধর, আব্দুল কাদির, পৌর আওয়ামীলীগ নেতা সালাহ উদ্দিন, জাহির উদ্দিন, আফু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক হাবিবুর রহমান, যুগ্ম-আহবায়ক কালী কুমার রায়, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছালিক আহমদ ডন, স্বেচ্ছাসেবকলীগ নেতা সিদ্দিকুর রহমান, মাকসুদুল হক, উপজেলা যুবলীগ নেতা জামাল মিয়া, সেলিম মিয়া, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমদ প্রমূখ। এ সময় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রয়াত জাতীয় নেতাদের রুহের মাগফেরাত কামনা করে পৌর শহরের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও শিরণি বিতরণ করা হয়।