জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ

0
715
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের হবিবপুর গ্রামে জগন্নাথপুর ইসলামিক সোসাইটি ইউকে এর উদ্যোগে ও জগন্নাথপুর ইসলামিক সোসাইটি সিলেট এর সহযোগিতায় জনপ্রতি ১০ কেজি চাল, ২ লিটার সয়াবিন, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ কেজি পিয়াজ ও ৩ কেজি আলুসহ মোট ৮০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর ইসলামিক সোসাইটি সিলেট এর চেয়ারম্যান মাস্টার আবু তাইদের সভাপতিত্বে ও সেক্রেটারি হাজী আবদুল কাইয়ূম এবং ওয়ালি উল্লার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর ইসলামিক সোসাইটি সিলেট এর সাবেক চেয়ারম্যান ও সিলেট শাহজালাল জামেয়া পাঠানটুলা মাদ্রাসার শিক্ষক মুফতি আলী হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এস.এ.ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিলেট ক্যামব্রিয়ান কলেজের অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী, জগন্নাথপুর উপজেলার জয়দা মাদ্রাসার পিন্সিপাল মাওলানা মকছুছুল করিম চৌধুরী ও যুক্তরাজ্য প্রবাসী হাজী আবদুল মান্নান।

আরো বক্তব্য রাখেন, ছাত্রনেতা রেজাউল করিম রিপন, হাফিজ আবু বক্কর, হিফজুর রহমান, আতিকুর রহমান মামুন, মাওলানা আলী আহমদ প্রমূখ। এ সময় জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সদস্য আলী আছগর ইমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।