জগন্নাথপুরে এক প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

0
454
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ভাইস চেয়ারম্যান পদে এক প্রার্থী তাঁর প্রার্থীতা প্রত্যাহার করেছেন। শুক্রবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ’র কাছে বাংলাদেশ খেলাফত মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জয়নুল ইসলাম তাঁর প্রার্থীতা প্রত্যাহার করেছেন। নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৩ পদে মোট ১২ জন প্রার্থী তাঁদের মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে এক জন প্রত্যাহার করায় মোট ১১ জন প্রার্থী মূল প্রতিদ্বন্ধিতা করবেন।
প্রতিদ্বন্ধি প্রার্থীরা হলেন, আ.লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী বিজন কুমার দে ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, বিএনপির দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থী সুহেল আহমদ খান টুনু ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারজানা বেগম, আ.লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, আ.লীগের আরেক বিদ্রোহী ভাইস চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন, জমিয়তের মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ ছলিম আহমদ কাসেমী, স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী ফয়জুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুফিয়া খানম।