জগন্নাথপুরে কুশিয়ারার ভাঙ্গন কবলে বালিশ্রী গ্রাম

0
478
blank

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীর অব্যাহত ভাঙ্গনে প্রতিদিনই ভয়াবহ দৃশ্য দেখে দিশেহারা হয়ে পড়ছেন এলাকাবাসী। অসহায় দরিদ্র পরিবারগুলোর করুন আর্তনাদে ভারী হয়ে ওঠছে আকাশ-বাতাস। নদীর তীর ঘেষে গড়ে ওঠা অসংখ্য ঘরবাড়ি-রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী গ্রাম নদী ভাঙ্গনে বিলীন হওয়ার পথে। অনেকেই ভারকান্ত হৃদয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, কুশিয়ারা নদী যেন আমাদের জন্য জম হয়ে দাঁড়িয়েছে। গ্রামটি রাক্ষুসী কুশিয়ারার ভাঙ্গনের কবলে পড়েছে। ইতিমধ্যে গ্রামের বেশ কিছু ঘরবাড়ীসহ ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। এমনকি বালিশ্রী নতুন জামে মসজিদ সহ বেশ কিছু বাড়িঘর ভাঙ্গনের আশংকায় অনেকের মনে আতংক বিরাজ করছে। গ্রামের কৃষকদের মধ্যে আবারও ফসল হরানোর শঙ্কায় হতাশা দেখা দিয়েছে। গ্রামের একমাত্র রাস্তা দিয়ে চলাচলও করা যাচ্ছে না। সড়কটি কিছু অংশ ভেঙ্গে যাওয়ায় রাণীগঞ্জ থেকে রৌয়াইল গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। যাতায়াত সমস্যায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য বজলু মিয়ার বলেন, নদী ভাঙ্গন কবলিত এলাকায় কিছুদিনের মধ্যেই মানুষের চলাচলের জন্য বিকল্প একটি রাস্তা করে দেয়া হবে।