জগন্নাথপুরে ক্যান্সার আক্রান্ত রাকিকে সহযোগীতায় যুব সমাজের বৈঠক

0
540
blank

জগন্নাথপুর অফিস: সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুর হাড়িকোনা গ্রামের সৌদি প্রবাসী সৈয়দ মিনার আলীর পুত্র সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সৈয়দ রাকিব আলী মরন ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা অনেক ব্যায় বহুল, যা তার পরিবারের জন্য বহন করা অনেক কষ্টসাধ্য। অন্যান্য সংগঠনের পাশাপাশি কিশোর মেধাবী ছাত্র সৈয়দ রাকিব আলীর চিকিৎসা ক্ষেত্রে সহযোগীতার জন্য অর্থ তহবিল গঠণে সৈয়দপুর ছাত্র ও যুব সমাজের উদ্যোগে সৈয়দপুর আলিয়া মাদ্রাসয় ৭অাগস্ট সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায়এক জরুরী বৈঠকের আয়োজন করা হয়।

প্রিন্সিপাল হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদের সভাপতিত্বে অনুষ্টিত বৈঠকে সকলেই ঐক্যবদ্ধ হন যে ক্যান্সার আক্রান্ত রাকিবের সহযোগীতার জন্য সৈয়দপুর ছাত্র ও যুব সমাজের মাধ্যমে ৫০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা সংগ্রহের টার্গেট নেওয়া হয়। বৈঠকে সৈয়দপুরের তরুন, যুবক ও ছাত্র সমাজ সকলেই রাকিবের সুচিকিৎসা নিশ্চিত করতে অর্থ তহবিল গঠনে সর্বাত্বক সহযোগীতা করতে দৃপ্ত অঙ্গিকার করেন। শতাধিক লোকের উপস্থিতিতে উপস্থিত অনেকেই নগদ অর্থ (৬৬,৯০০ টাকা) প্রদান করেন ।

তারা আশাবাদ ব্যাক্ত করেন আগামী কয়েকদিনের ভিতরেই তারা সকলে পাঁচ লক্ষাধিক টাকা কালেক্ট করতে সর্বাত্বক প্রচেষ্টা চালাবে। বৈঠকে সার্বিক সহযোগীতা ও বিশেষ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ সাব্বির অাহমদ ছাবির মিয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা সৈয়দ তহুর অাহমদ তৈয়ফুর, সৈয়দ দুলা মিয়া, সৈয়দ শেফুল আমীন, সৈয়দ মোসাব্বির আহমদ, সৈয়দ মারুফ আহমদ, সৈয়দ হিলাল, সৈয়দ তানভীর মুরাদ। অনুষ্টানে উপস্থিত ছিলেন, সৈয়দ কাওসার আহমদ, সৈয়দ আব্দুল লতিফ, সৈয়দ মারুফ আহমদ, সৈয়দ মস্তাক আহম, সৈয়দ সৈয়দ হাবিল, সৈয়দ ময়েজ, মারজান কোরেশী, সৈয়দ আবিদ, মোঃ তুহেল, সৈয়দ জামাল, সৈয়দ শাহির, সৈয়দ কাইয়ূম, সৈয়দ জাবের, সৈয়দ ইনান, সৈয়দ রাজু, আবিদ মল্লিক, সৈয়দ ছাবির, সৈয়দ ছাইদুল হক, সৈয়দ অঞ্জু, সৈয়দ তামিম আদনান, সৈয়দ তামজীদ রিবান, সৈয়দ রিয়াদ, মোঃ নোমান, সৈয়দ নুরুল, মির্জা মুস্তাকিম, জয়নুল কোরেশী, সৈয়দ দিদার, মোঃ সালমান, সৈয়দ তানিন, সুজেল খাঁন, সৈয়দ মিলু, সৈয়দ আহলাল, আব্দুল বারিক, মল্লিল ইয়ামিন, হাফেজ সৈয়দ মুমিন, সৈয়দ হুসবান, সৈয়দ রায়হান, সৈয়দ নাঈম, মল্লিল ফাহিম, সৈয়দ জাকির, সৈয়দ ফরিদ, নিম্বর খাঁন, মোঃ রাসেল, হাবিবুর রহমান প্রমূখ।