জগন্নাথপুরে জাতীয় পাঠ্যপুস্তক উৎসব সম্পন্ন

0
522
blank
blank

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সারাদেশে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পাঠ্যপুস্তক উৎসব পালিত হয়েছে। ২০১৮ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যের এ পাঠ্যপুস্তক তুলে দেয়া হচ্ছে। এ বছর বিভিন্ন স্থরের চার কোটি ৩৭ লাখ ছয় হাজার ৮৯৫ জন শিক্ষার্থীর মাঝে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২ কপি পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে।

এর ধারাবাহিকতায় গতকাল সোমবার সুনামগঞ্জের জগন্নাথপুরে জামেয়া দ্বীনিয়া জগন্নাথপুরে পাঠ্যপুস্তক উৎসব দিবস উপলক্ষে জামেয়া হল রুমে সোমবার (১ জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জামেয়ার প্রিন্সিপাল মাওলানা মোফাজ্জল হোসেন পরিচালনা করেন জামেয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়ার অন্যতম অভিভাবক আলী রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক আলী আছগর ইমন, ডাঃ সোহেল আমিন।সভায় জামেয়ার সকল অভিভাবক বৃন্দ সহ ছাত্র/ছাত্রীগন উপস্থিত ছিলেন। পাঠ্যপুস্তক বিতরণ শেষে সিলেট এইড ইউকের পক্ষ থেকে ইয়াতিম ও গরিব ছাত্র/ছাত্রীদের মধ্যে নতুন ব্যাগ বিতরণ করা হয়। সভা শেষে সেকায়েপের পাঠ্যভ্যাস কর্মসূচীর প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।