জগন্নাথপুরে জোরপূর্বক বিয়ে দেয়ার দুই দিন আগে ব্রিটিশ তরুণী উদ্ধার

0
555
blank
blank

কলি বেগম, জগন্নাথপুর: জগন্নাথপুরে এক ব্রিটিশ তরুণীকে জোর পূর্বক বিয়ে দেয়ার প্রস্তুতি চলছিল। অবশেষে তরুণীর অভিযোগের প্রেক্ষিতে ব্রিটিশ এমবিসির লোকজন ব্রিটিশ তরুণীকে বিয়ের মাত্র দুই দিন আগে উদ্ধার করে নিয়ে যায়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানাগেছে, জগন্নাথপুর পৌর এলাকার এনায়েত নগর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মল্লিক হামদু মিয়া বেশ কিছু দিন আগে তাঁর পরিবারের লোকজনকে নিয়ে দেশের বাড়িতে বেড়াতে আসেন। দেশে এসে তিনি তাঁর ভাই মল্লিক রফু মিয়ার ছেলে মল্লিক জাকির হোসেনের (২০) সাথে তাঁর ব্রিটিশ তরুণী কন্যা রোকসানা বেগমের (১৭) বিয়ে দেয়ার প্রস্তুতি নেন। আগামি শুক্রবার তাদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু এ বিয়েতে ব্রিটিশ তরুণীর কোন মত ছিল না। তাকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে আটকে রেখে জোর পূর্বক বিয়ে দেয়ার ঘটনাটি ওই তরুণী যুক্তরাজ্যের ব্রিটিশ এমবিসিকে গোপনে জানায়। এরই প্রেক্ষিতে গতকাল বুধবার বিকেল ৫ টার দিকে ব্রিটিশ তরুণীর আপন চাচাতো ভাইয়ের সাথে বিয়ের মাত্র দুই দিন আগে সিলেটের ব্রিটিশ এমবিসির লোকজন জগন্নাথপুর থানা পুলিশের সহযোগিতায় মল্লিক রফু মিয়ার বাড়ি থেকে ওই ব্রিটিশ তরুণীকে উদ্ধার করে নিয়ে যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।