জগন্নাথপুরে পরিবহন ঘর্মঘট প্রত্যাহার

0
495
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে মিনিবাস মালিক ও শ্রমিক সমিতির ডাকা পরিবহন ধর্মঘট সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। জানাগেছে, জগন্নাথপুর-সুনামগঞ্জ ও জগন্নাথপুর-সিলেট সড়কে অবৈধভাবে চলাচলকারী অটোরিকশা, লেগুনা, ইমাসহ ছোট ছোট গাড়ি চলাচল বন্ধের দাবিতে আগামী ১৫ মে পরিবহন ধর্মঘটের ডাক দেয় জগন্নাথপুর মিনিবাস মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ। এদিকে-এলাকায় মাইকিং করে গতকাল শুক্রবার পাল্টা শ্রমিক ধর্মঘটের ডাক দেয় অটোরিকশা-লেগুনা সমিতির নেতৃবৃন্দ। দিন ব্যাপী মিনিবাস চললেও সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে সকল ছোট গাড়ি বন্ধ রেখে শ্রমিক ধর্মঘট পালিত হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

অপরদিকে-জগন্নাথপুর মিনিবাস মালিক ও শ্রমিক সমিতির উদ্যোগে তাদের কার্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় তাদের পূর্ব ঘোষিত আগামী ১৫ মে পরিবহন ধর্মঘট সাময়িক প্রত্যাহার করা হয়। এতে ভূক্তভোগী যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। জগন্নাথপুর মিনিবাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুকুল করের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আরশ আলী, আলাল খান, সদস্য বিপ্লব পাল, আকিকুর রহমান, জগন্নাথপুর মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি আব্দুল মজিদ, সাবেক সভাপতি রব্বানী মিয়া, বর্তমান সহ-সভাপতি আসাব উদ্দিন, সাধারণ সম্পাদক রেজন মিয়া, যুগ্ম-সম্পাদক কবির মিয়া, কোষাধ্যক্ষ দিলদার গণি প্রমূখ।