জগন্নাথপুরে পুলিশের উদ্যোগে কাবাডি খেলা অনুষ্ঠিত

0
923
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারী বীর বিক্রমের নির্দেশনায় সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ মঙ্গলবার স্থানীয় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কাবাডি খেলায় স্থানীয় বিভিন্ন কাবাডি দল অংশ গ্রহন করে। উপজেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ও মাহিমা রেস্টেুরেন্টের পরিচালক মকবুল হোসেন ভূইয়ার সহযোগিতায় খেলা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিনের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, জগন্নাথপুর পৌরসভার মেয়র আবদুল মনাফ, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা কৃষক লীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, পৌর কাউন্সিলর আবার মিয়া, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ব্যবসায়ী আজাদ আলী, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, ব্যবসায়ী মকবুল হোসেন ভূইয়া, জুনেদ আহমদ ভূইয়া, সাংবাদিক আলী জহুর, আলী হোসেন খান।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাশ, এসআই হাবিবুর রহমান পিপিএম, এসআই লুৎফুর রহমান, গোলাম মুর্শেদ চৌধুরী ফাত্তাহ, অনুজ কুমার দাশ, রাজিব রহমান, এএসআই শাহ জামাল সহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো জনতা অংশ গ্রহন করেন।