জগন্নাথপুরে প্রবাসীনির বাড়ী লুটপাটের ঘটনায় মামলা নিচ্ছে না পুলিশ, উল্টো মিথ্যা মামলা রুজুর অপচেষ্টা

0
443
blank

মাহতাব উদ্দিন তালুকদার, সুনামগঞ্জ: জগন্নাথপুরে প্রবাসীনির বাড়ী লুটপাটের ঘটনায় মামলা নিচ্ছে না পুলিশ, উল্টো মিথ্যা মামলার রুজুর চেষ্টার অভিযোগ উঠেছে। জানা যায়, ২৪ জুলাই উপজেলার কলকলিয়া ইউনিয়নের ইসলামপুর আলখানার পাড় গ্রামের হাদিছ মিয়ার স্ত্রী চম্পা বেগম, তার স্বামী হাদিছ মিয়া, বৃদ্ধ শাশুড়ী কমলা বিবি ও শিশুপুত্র হাবিবকে কুপিয়ে ও পিঠিয়ে গুরুতর জখম করে বাড়ীর যাবতীয় মালামাল লুঠ করে নেয় প্রতিপক্ষরা। দীর্ঘ দিন লেবাননে চাকুরী শেষে ৩ মাসের ছুটিতে আসেন দেশে চম্পা। প্রবাসের অর্জিত অর্থ দিয়ে স্বামী সন্তানদের সুখে শান্তিতে বসবাসের জন্য একটি আদাপাকা ঘর তৈরী করার উদ্দেশ্যে বিল্ডিং তৈরীর যাবতীয় মালামাল ক্রয় করে মওজুদ রাখেন। কিন্তু প্রতিবেশী সাহেদ আলী গংদের লালসার শিকার হয়ে সর্বস্ব হারিয়ে বিচারের আশ্বায় দ্বার দ্বারে ঘুরছেন। বৃদ্ধা শ্বাশুড়ী, স্বামী জগন্নাথপুর হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

অসহায় চম্পা বেগম জানান, ২৪ জুলাই আমার পরিবারের সদস্যদের কুপিয়ে গুরুতর জখম করে ঘর তৈরী যাবতীয় সরঞ্জামাদি লুট করে নিয়ে যায় সাহেদ আলী,হারুন গং রা। থানায় অভিযোগ দিলে এখন পর্যন্ত কোন পুলিশ কর্মকর্তা সরজমিন তদন্ত করতে আসেনি। উল্টো আমাকে ও আমার স্বামীকে মিথ্যা মামলা দিয়ে আসল ঘটনা ধামাচাপা দেয়া চেষ্টা করছে।  আমি ন্যায় বিচারের আশায় অসহায় মাননীয় পুলিশ সুপার বরাবরে অভিযোগ দায়ের করেছি। এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মুরছালিন বলেন, উভয় পক্ষের লোকজনই আহত হয়েছে। লুঠপাটের কিছু ঘটনা ঘটেছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।