জগন্নাথপুরে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন

0
955
blank

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে পৃথকভাবে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযান উপলক্ষে জগন্নাথপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার জগন্নাথপুর পশ্চিম বাজার এলাকায় জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাস্টার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, সাবেক জেলা বিএনপি নেতা ও সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু, উপজেলা বিএনপি নেতা আব্দুল মুকিত, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান, বিএনপি নেতা নানু মিয়া, পাটলি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিপন আহমদ, মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ নুর, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ রাজা মিয়া, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি দুলা মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ মোছাব্বির আহমদ, বিএনপি নেতা খায়রুল ইসলাম, আশারকান্দি ইউনিয়ন বিএনপি নেতা এমএ মালেক, পাইলগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আহমদ আবু, যুবদল নেতা রাসেল বক্স, ছাত্রদল নেতা জুবেদ আলী লখন প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রদল নেতা আল আমিন। এ সময় বিএনপি নেতা আহলুল করিম, জামাল উদ্দিন, সামসুল ইসলাম রানা, দিলু মিয়া, আব্দুস সোবহান, ইলিয়াছ মিয়া, ফখরুল ইসলাম খান, লেবু মিয়া মেম্বার, জামাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল হাসিম ডালিম, উপজেলা যুবদল নেতা জাকির হোসেন, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক লিটন মিয়া, যুবদল নেতা জহিরুল ইসলাম লেবু, আতিকুর রহমান অপু, আব্দুল গফ্ফার, হাফিজুর রহমান, সিরাজুল ইসলাম, সেলিম মিয়া, রিপন মিয়া, উপজেলা ছাত্রদল নেতা নাসিম আহমদ রুহেল, রাহিন তালুকদার, এমএ বশির, সেকুল আহমদ আছকা, পৌর ছাত্রদল নেতা নুরুল আমিন, উপজেলা ছাত্রদল নেতা নোমান আহমদ, আল আমিন ইসলাম, রাজু আহমদ, জীবন মাহমুদ, ইমামুল মিয়া, মামুন মিয়া, জুনেদ আহমদ, কলেজ ছাত্রদল নেতা সৈয়দ কিবরিয়া, জাকারিয়া আহমদ, রাহি রেদওয়ানসহ সভায় বৃষ্টি উপেক্ষা করে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষনীয়। সভায় নব-নির্বাচিত উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাস্টার ও সাধারণ সম্পাদক কবির আহমদকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন সর্বস্তরের নেতাকর্মীরা।
এদিকে পৌর বিএনপির উদ্যোগে পৃথকভাবে পৌর শহরের বটেরতল এলাকায় দলীয় কার্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনাসভা ও র্যা লি অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি এমএ মতিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপির সহ-সভাপতি সালাহ উদ্দিন মিঠু, বিএনপি নেতা তকবুর হোসেন, ফারুক আহমদ, আব্দুল মান্নান, আব্দুল বারিক, হাজী নিজাম উদ্দিন, মুহিবুর রহমান শিশু, হাবিল মিয়া, আব্দুল কাহার, আনহার মিয়া, জালাল উদ্দিন, ফয়সল মিয়া, আনকার মিয়া, মঈন উদ্দিন, উপজেলা জিয়া সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, যুবদল নেতা শফিকুল ইসলাম খেজর, এনাম শাহ, মঈন উদ্দিন, আকন মিয়া, রাজিবুল ইসলাম, আলী হোসেন, ছাত্রদল নেতা শাহজাহান উদ্দিন রুহেল, লিকন আহমদ, রকি মিয়া, রুবেল মিয়া, আব্দুল কাইয়ূম, রাজু মিয়া, জয়নুল ইসলাম, গোলজার আহমদ, আরিফুল ইসলাম, মনির মিয়া, দিলোয়ার হোসেন প্রমূখ। এর আগে বিপ্লব ও সংহতি দিবসের র্যা লি বের হয়। র্যা লিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।