জগন্নাথপুরে বিদ্যালয় ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

0
504
blank

 

কলি বেগম, জগন্নাথপুর: জগন্নাথপুরে সরকারিভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা (স্লিপ) এর আওতায় দুই দিন ব্যাপী স্টেক হোল্ডার বৃন্দের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

সোমবার পৌর শহরের ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে দিন ব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ দেন জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন ও সহকারি শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম। প্রশিক্ষণে শিক্ষক ধীরেন্দ্র তালুকদার, আব্দুল মালিক, আনোয়ারুল হক, পিংকি রাণী পাল, শিকলি রাণী পাল, মকবুল হোসেন, সোনারা বেগম, জেবা বেগম, ফরিদা ইয়াসমিন, শাহিনা বেগম, রুপালী বেগম, পারুল বেগম, সকিরা বেগম, শিউলি সুলতানা, আলী আমজাদ, ওয়াতির মিয়া, পরিতোষ রায়, শাহজাহান কবির, ফরিদ উদ্দিন মাসুদ, সুজিয়া বেগম, আলিমা খাতুন, নির্মলেন্দু দাস তালুকদার, ফারহানা বেগম, মিতালী রাণী রায়, শেফালী বেগম, রুপনা বেগম, মিতা রাণী রায়, মোজাম্মেল হক, আশা রাণী চক্রবর্তী, শিক্ষানুরাগী আব্দুল কাদির, নুরুজ্জামানসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য. অভিভাবক সদস্য ও শিক্ষানুরাগীগণ অংশ গ্রহন করেন। এ সময় জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ২০ টি পৃথক ব্যাচে দুইটি ভেন্যুতে গত ১৪ জুন থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালা আগামি ৩০ জুন পর্যন্ত চলবে।