জগন্নাথপুরে বেগম রোকেয়া দিবস পালিত

0
495
blank

জগন্নাথপুর: বেগম রোকেয়া দিবস উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও মহিলা অধিপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যা লি অনুষ্ঠিত হয়। র্যা লিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বিল্লাহ’র সভাপতিত্বে ও মহিলা অধিপ্তরের প্রশিক্ষক উনু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজেরা বারী, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, পৌর কাউন্সিলর মিনা রানী পাল। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন কলি বেগম প্রমুখ। পরে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ৫ জন জয়িতা কে ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।
নির্বাচিত জয়িতারা হলেন, উপজেলার কলকলিয়া ইউনিয়নের হিজলা গ্রামের আলী হোসেনর স্ত্রী মোছাঃ আলেয়া বেগম। তিনি অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হিসেবে নির্বাচিত হন। শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রানীগগঞ্জ ইউনিয়নের ইছগাও গ্রামের লক্ষন দেবনাথের স্ত্রী অসীমা বেগম রানী দেবী, সফল জননী হিসেবে সাফল্য অর্জনকারী কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের মৃত তকবুল হোসেনের স্ত্রী রুজি বেগম, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে সফল জীবন অর্জনকারী রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাও গ্রামের রেফাত আলীর স্ত্রী মুন্না বেগম ও সমাজ উন্নয়ন সাফল্য অর্জনকারী একই ইউনিয়নের কুবাজপুর গ্রামের শরিফ উল্লার স্ত্রী সুরমা বেগম।