জগন্নাথপুরে বৈরী আবহাওয়ায় জনজীবনে অস্বস্তি

0
598
blank
blank

টানা দু’দিনের ভারি বৃষ্টিপাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বৈরী আবহাওয়ার ফলে জনজীবনে অস্বস্তি প্রভাব বিস্তার করছে।
উপজেলার সবর্ত্রই বৃষ্টির পানি জমে গেছে। রাস্তা-ঘাটে জমে আছে অতিরিক্ত কাদা মাটি। ফলে জনজীবনে পোহাতে হচ্ছে নানান দুর্ভোগ। আর এই বৈরী আবহাওয়ার চরম দুর্ভোগের শিকার পোহাতে হচ্ছে উপজেলার প্রতিটি স্কুল কলেজ মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীদের। সাথে সাথে অসহায় অবস্থায় চলা ফেরা করছেন স্থানীয় পথচারীরা।
এসএসসি (দাখিল) পরীক্ষার্থী কাওছারুল ইসলাম নামে এক শিক্ষার্থী জানান, জগন্নাথপুরের রাস্তাঘাট অবস্থা নাজেলহাল থাকায় আমাদেরকে তো এমনিতেই প্রতিষ্ঠানে যেতে অনেক কষ্ট হয়। এখনতো ভারি বৃষ্টিপাতে রাস্তায় কাদা জমে আছে।
এদিকে বৃষ্টির সাথে সাথে অতিরিক্ত বজ্রপাতে উপজেলাবাসী রয়েছেন চরম আতঙ্কে।
তবে আবহাওয়া অধিদপ্তর মনে করছে, এই বৃষ্টিপাত বেশী স্থায়ী নয়। আগামী দু’এক দিনের মধ্যেই আবহাওয়া পুর্ব অবস্থায় ফিরে আসবে।