জগন্নাথপুরে রথযাত্রা নিয়ে সংঘর্ষের ঘটনা নিস্পত্তি

0
477
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে একই স্থানে রথযাত্রা উৎসব পালন নিয়ে সনাতন ধর্মালম্বীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাটি আপোষে নিস্পত্তি হয়েছে। বিষয়টি নিস্পত্তির লক্ষে গতকাল রোববার পৌর শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গনে শালিস বৈঠক বসে। সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, প্যানেল মেয়র শফিকুল হক, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি মিয়া, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাসিমসহ শালিসি ব্যক্তিরা। এ সময় হিন্দু সমাজ পক্ষের ব্যবসায়ী প্রণব বণিকসহ ১১ জন প্রতিনিধি ও অপর পক্ষের ব্যবসায়ী মিন্টু রঞ্জন ধর ও অমৃত লাল গোসহ উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। বৈঠকে উভয় পক্ষের সম্মতিক্রমে বিষয়টি আপোষে নিস্পত্তি হয়। সেই সাথে আগামিতে যেন এ ধরণের ঘটনা না ঘটে এবং পূর্বের ন্যায় আবারো উভয় পক্ষের লোকজন এক সাথে শান্তিপূর্ণভাবে চলার ও সকল সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে পালনের পরামর্শ দেয়া হয়।
প্রসঙ্গত- গত বছর রথযাত্রা উৎসব পালন নিয়ে সনাতন ধর্মালম্বীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ অর্ধশতাধিক লোক আহত হন। এ ঘটনায় পুলিশ অ্যাসল্টসহ উভয় পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমা হয়। বিষয়টি আপোষে নিস্পত্তি হওয়ায় সর্বস্তরের হিন্দু সমাজের লোকজনের মধ্যে স্বস্তি ফিরে আসে। দীর্ঘদিন পর হলেও আবারো তাদের মধ্যে সামাজিক আমেজ ফিরে এসেছে।