জগন্নাথপুরে রাত পোহালেই ভোটযুদ্ধ, রাতে টাকার খেলার আশংকা

0
505
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: দীর্ঘদিনের অপেক্ষার প্রহর শেষ। সোমবার রাত পোহালেই ভোটযুদ্ধ শুরু। প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে প্রতিটি নির্বাচনে টাকার খেলা হয়ে থাকে। এবারের নির্বাচনে প্রবাসী প্রার্থী না থাকায় টাকার খেলা কম হবে। তবে অন্যান্য নির্বাচনের মতো এবারো নির্বাচনের আগের দিন রাতে কম-বেশি টাকার খেলা হবে। এ ক্ষেত্রে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি টাকা ওয়ালা প্রার্থী আতাউর রহমান এগিয়ে থাকবেন বলে স্থানীয়রা জানান। এছাড়া নিজেদের বিজয় নিশ্চিতের লক্ষে প্রার্থী ও তাঁদের সমর্থকরা সর্বশক্তি নিয়ে মাঠে কাজ করছেন। তবে সব ক্ষমতার উৎস জনগণ। ভোটাররা ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। কে হচ্ছেন আগামি দিনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান। কার গলায় পড়ছে বিজয়ের মালা। তা দেখার অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন দেশে-বিদেশে থাকা জনতা।
এবারের নির্বাচনে ভোটযুদ্ধে যারা লড়ছেন, তারা হলেন আ.লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন (নৌকা), ভাইস চেয়ারম্যান প্রার্থী বিজন কুমার দেব (নৌকা), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান হাজেরা বারী (নৌকা), বিএনপির দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আতাউর রহমান (ধানের শীষ), ভাইস চেয়ারম্যান প্রার্থী সুহেল আহমদ খান টুনু (ধানের শীষ), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারজানা আক্তার (ধানের শীষ), আ.লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা (আনারস), আ.লীগের আরেক বিদ্রোহী ভাইস চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন (তালা), জমিয়তের মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ ছলিম আহমদ কাসেমী (খেজুর গাছ), স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী ফয়জুল হক (টিউবওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুফিয়া খানম সাথী (ফুটবল)।
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ত্রিমুখি, ভাইস চেয়ারম্যান পদে ত্রিমুখি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’মুখি লড়াই হবে বলে ভোটাররা জানান। সর্বশেষ প্রচার-প্রচারণা ও গণসংযোগে এগিয়ে রয়েছেন আ.লীগের চেয়ারম্যান প্রার্থী আকমল হোসেন, আ.লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মুক্তাদির আহমদ মুক্তা ও বিএনপির চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান এগিয়ে না থাকলেও আলোচনায় রয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আ.লীগের বিদ্রোহী ভাইস চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন, বিএনপির ভাইস চেয়ারম্যান প্রার্থী সুহেল আহমদ খান টুনু ও স্বতন্ত্র প্রার্থী ফয়জুল হক এগিয়ে রয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ.লীগের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাজেরা বারী ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারজানা আক্তার এগিয়ে রয়েছেন। এর মধ্যে হাজেরা বারী সুবিধাজনক অবস্থানে রয়েছেন।