জগন্নাথপুরে সংঘর্ষে নারীসহ আহত ১০

0
498
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া গাছের ডাল ভাগ-ভাটোয়ারা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে আবারো বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাবাসী।

স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার রাত সাড়ে ১২ টার দিকে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের গোপাল দাস ও রতিশ দাসের মধ্যে বাড়িতে ঘূণিঝড়ে ভেঙে পড়া গাছের ডাল ভাগ-ভাটোয়ারা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে গোপাল দাস (৪০), সজিব দাস (৩০), রতিশ দাস (৫০), শুভ্র দাস (২০), শালিসি ব্যক্তি সুরুজ মিয়া (৩৫), ইজ্জাদ হোসেন (৩০), আব্দুল হামিদ (৬০), বিষু দাস (৩৬), গোপাল দাসের মা সহ কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে রাতেই জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।