জগন্নাথপুরে সিলেটের শ্রেষ্ঠ চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান

0
472
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: প্রাথমিক শিক্ষায় জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জগন্নাথপুর উপজেলা আ.লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার বিকেলে স্থানীয় আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আ.লীগের সহ-সভাপতি হরমুজ আলী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা। জগন্নাথপুর উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি বীরেন্দ্র কুমার দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সৈয়দ সাব্বির আহমদ, আব্দুল কাইয়ূম মশাহিদ, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, আশারকান্দি ইউপি চেয়ারম্যান শাহ আবু ইমানী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল হক, উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায়, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক বিজন কুমার দেব, আসম আবু তাহিদ, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, কলকলিয়া ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, পাটলি ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী জমসেদ মিয়া তালুকদার, মিরপুর ইউনিয়ন আ.লীগের যুগ্ম-সম্পাদক বাবুল মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলা উদ্দিন, রাণীগঞ্জ ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী সুন্দর আলী, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাইল, পাইলগাঁও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল তাহিদ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি শাহ শাহেদ আহমদ, সহ-সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক রুমেন আহমদ, যুগ্ম-সম্পাদক আব্দুল মুকিত, সাংবাদিক শংকর রায়, আব্দুল হাই, অমিত দেব প্রমূখ। এ সময় মিরপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জমির উদ্দিন, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ূব খান, ব্যবসায়ী ও যুবলীগ নেতা শশীকান্ত গোপ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, ছাত্রলীগ নেতা এস আর দুর্জয়সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল মালিক ও গীতাপাঠ করেন গণেশ চক্রবর্তী। অনুষ্ঠানে উপজেলার সকল নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের পৃথকভাবে সংবর্ধনা প্রদান করা হয়।