জগন্নাথপুরে হাওর রক্ষা বেড়িবাঁধ আবারো হুমকির মুখে

0
493
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলার সর্ব বৃহৎ নলুয়ার হাওর রক্ষা বেড়িবাঁধ আবারো হুমকির মুখে পড়েছে। কয়েক দিনের একটানা রোদের প্রভাবে নদ-নদীর পানি কমতে শুরু করায় হাওর রক্ষা বেড়িবাঁধগুলো অনেকটা ঝুঁকিমুক্ত হওয়ায় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছিল। তবে হঠাৎ করে শুক্রবার সকাল থেকে কোন প্রকার বৃষ্টিপাত ছাড়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হাওর রক্ষা বেড়িবাঁধগুলো আবারো হুমকির মুখে পড়ে।

এ ব্যাপারে চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মো.আরশ মিয়া জানান, হঠাৎ করে নদীর পানি বেড়ে যাওয়ায় নলুয়ার হাওর রক্ষা বেড়িবাঁধের শালিকা নামক স্থান হুমকির মুখে পড়লে অতিরিক্ত আরো ৫০ জন শ্রমিক লাগিয়ে দিন ব্যাপী মাটি ভরাটের কাজ করা হয়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভারী বৃষ্টিপাত না হলে আর কোন সমস্যা হবে না। তবে আগামী এক সপ্তাহ সময় পেলে হাওরের ধান কাটার কাজ শেষ হয়ে যাবে।