জগন্নাথপুরে ৩ চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে সভা

0
497
blank

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে ইউপি নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে এলাকাবাসীর উদ্যোগে পৃথকভাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাত ১০ টার দিকে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. দবির মিয়ার লাঙ্গল প্রতীকের সমর্থনে স্থানীয় রসুলপুর-বনগাঁও গ্রামবাসীর উদ্যোগে গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী গয়াছ মিয়ার বাড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রামের সমাজসেবক কালা শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী মো. দবির মিয়া, সাবেক ইউপি সদস্য সিরাজুল আলম, ইউপি সদস্য প্রার্থী বাবুল মিয়া, সমাজকর্মী হাবিবুল মিয়া, সমরাজ আলী, আবু আসাদ, হিরণ মিয়া, নুর উদ্দিন, জয়নাল আবেদীন, জাকারিয়া হোসেন, সুনা মিয়া প্রমূখ। এ সময় গ্রামের অসংখ্য গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। সভায় বক্তরা বলেন, আমাদের গ্রামের ছেলে চেয়ারম্যান প্রার্থী দবির মিয়ার বিজয় নিশ্চিত করতে সাবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এদিকে- রোববার দুপুরে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারুক মিয়া ময়না স্থানীয় ভূরাখালি, নয়া চিলাউড়া, দাস নোয়াগাঁও গ্রামের ভোটারদের সাথে গণসংযোগ ও মতবিনিময় করেন। এ সময় সমাজসেবক আব্দুস সোবহান, আব্দুর রহিম, মিসবাউজ্জামান, জাহির উদ্দিন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জু মিয়া, সমাজকর্মী লুৎফুর রহমান, মজনু মিয়া, আব্দুল হক চুনু, গোলজার আহমদ, সিরাজ মিয়া, জুয়েল মিয়া, সাব্বির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

অপর দিকে-উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম রানার নৌকা প্রতীকের সমর্থনে এলাকাবাসীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে স্থানীয় রাণীগঞ্জ বাজারে দলীয় কার্যালয়ে রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী সুন্দর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ ছদরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আনফর উল্লাহ, আবু তাহের মজনু, মজনু মিয়া, আব্দুল কাদির, অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, মন্তোষ দেব, সাহেদ আলী সরকার, শাহিন আহমদ তালুকদার, সাজ্জাদুর রহমান সাজাদ, উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি আরাফাত মিয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি, সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন আহমদ তালুকদার, সহ-সম্পাদক রমজান আলী ছানা, যুবলীগ নেতা নাজমুল হক মেম্বার, আব্দুস সাত্তার, আব্দুস সালাম, রাসিন্দ্র দাস, উপজেলা ছাত্রলীগ নেতা মঞ্জুরুল ইসলাম, রাণীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন মিঠু, ছাত্রলীগ নেতা হিবলু তালুকদার, শহিদুল ইসলাম, আবুল কাশেম সাগর, ইসলাম আলী। সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তাদির আহমদ মুক্তা বলেন, সরকারের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।