জগন্নাথপুরে ৪ ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

0
491
blank
blank

স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলা প্রশাসনের নির্দেশে ৪ ইউপি চেয়ারম্যান দায়িত্ব গ্রহন করেছেন। জানাগেছে, রোববার দুপুরে উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাসিমের দায়িত্ব গ্রহণ উপলক্ষে ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ইউপি সচিব শামসুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী-স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সমাজসেবক ছইল মিয়া প্রমূখ। এ সময় নব-নির্বাচিত ইউপি সদস্য আছাদুল হক, লিয়াকত হোসেন অমৃত, লিটন মিয়া, আব্দুল কাইয়ূম, তারা মিয়া, আব্দুল হাসিম, অর্জুন দাস, আব্দুল খালিক, ইকবাল হোসেন সাজাদ, নারী সদস্য জুবেলি বেগম, রসিকা বেগম, হনুফা বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আনুষ্ঠানিকভাবে নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাসিমের কাছে ইউনিয়ন পরিষদের দায়িত্ব বুঝিয়ে দেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদুর রহমান।

এছাড়া উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম রানার দায়িত্ব গ্রহণ উপলক্ষে গতকাল রোববার দুপুরে পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নব-নির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, ইউপি সচিব আব্দুল গফুর, ইউপি সদস্য মাহমুদ মিয়া, নাজমুল ইসলাম, বজলু মিয়া, তেরাব আলী, ইসরাক আলী, আবুল কালাম, মিলাদ মিয়া, আব্দুল মুকিত, আব্দুল জলিল, নারী সদস্য রোকশানা বেগম, এলাছি বিবি, আম্বিয়া বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক অসুস্থ থাকায় নব-নির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম রানার কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়নি। পরবর্তীতে দেয়া হবে বলে জানা যায়।

এর আগে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী ও আশারকান্দি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান শাহ আবু ইমানী দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানা গেছে।