জগন্নাথপুর উপজেলার ৮ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী’রা মাঠে

0
540
blank
blank

জগন্নাথপুর থেকে মোঃ আলী অসগর ইমন: জগন্নাথপুর উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য ৬২ প্রার্থী মাঠে কাজ করছেন। ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও আগামী মার্চ মাসের শেষের দিকে দেশে ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
নির্বাচনকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলার ৮ টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের নারী ও সাধারণ ওয়ার্ডের পুরুষ সদস্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে তাদের সমর্থকরাও বিভিন্নভাবে প্রচারণা চালিয়ে জনগণের সামনে তাদের গ্রহন যোগ্যতা তুলে ধরছেন।
এবার প্রথম বারের মতো স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দলীয় প্রতীক পেতে তাদের দলীয় শীর্ষ নেতাদের সাথে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে প্রবাসী প্রার্থীরা দেশে-বিদেশে একযোগে চালিয়ে যাচ্ছেন লবিং ও প্রচার-প্রচারণা। সব মিলিয়ে ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জগন্নাথপুরে জমে উঠেছে নির্বাচনী আমেজ।
সম্ভাব্য চেয়ারম্যান পদে এ পর্যন্ত মোট ৬২ জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তারা হচ্ছেন, ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আব্দুল হাসিম (আ.লীগ), তরুণ প্রতিভাবান আলাল হোসেন রানা (আ.লীগ), জাবেদ আলম কোরেশী (বিএনপি), যুক্তরাজ্য প্রবাসী রফিক মিয়া (বিএনপি), দ্বীপক কান্তি দে (আ.লীগ) ও শফিকুর রহমান (স্বতন্ত্র)। যদিও এ ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান এবার নির্বাচনে অংশ নিবেন না বলে জানিয়েছেন। তবে তিনি আগামী উপজেলা নির্বাচনে জামায়াত থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে জানা গেছে।
২নং পাটলি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল হক (আ.লীগ), সাবেক ইউপি চেয়ারম্যান আঙ্গুর মিয়া (আ.লীগ), সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আব্দুর রকিব (আ.লীগ), দবির মিয়া (জাপা), যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম রফু (বিএনপি), যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান আফিক (বিএনপি), যুক্তরাজ্য প্রবাসী হারুন মিয়া (বিএনপি) ও যুক্তরাজ্য প্রবাসী ছদরুল ইসলাম সুফি (স্বতন্ত্র)।
৩নং মিরপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জমির উদ্দিন (আ.লীগ), যুক্তরাজ্য প্রবাসী মাহবুবুল হক শেরিন (আ.লীগ), যুক্তরাজ্য প্রবাসী শিশু মিয়া (বিএনপি), এলাইছ মিয়া (আ.লীগ), খুরশিদ আলম (বিএনপি) সাহাব আলী (স্বতন্ত্র)। যদিও সীমানা নির্ধারন নিয়ে জগন্নাথপুর ও বিশ্বনাথ উপজেলার সৃষ্ট বিরোধে হাইকোর্টে মামলা সংক্রান্ত জটিলতার কারণে এ ইউনিয়নে নির্বাচন নাও হতে পারে। যদি নির্বাচন হয় তাহলে তারা প্রার্থী হবেন।
৪নং জগন্নাথপুর সদর ইউনিয়ন ১৯৯৯ সালে পৌরসভায় উন্নীত হওয়ায় এটি বাদ পড়েছে।
৫নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আরশ মিয়া (আ.লীগ), সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু (বিএনপি), শাহিদুল ইসলাম বকুল (আ.লীগ), আব্দুল গফুর (আ.লীগ), যুক্তরাজ্য প্রবাসী জিল্লুর রশীদ লিল (আ.লীগ), যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান (বিএনপি) ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মমিন (বিএনপি)।
৬নং রাণীগঞ্জ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মজলুল হক (আ.লীগ), সাবেক ইউপি চেয়ারম্যান আমেরিকা প্রবাসী আব্দুল হাফিজ (আ.লীগ), রেজাউল করিম রিজু (আ.লীগ), হাজী সুন্দর আলী (আ.লীগ), ডাঃ ছদরুল ইসলাম (আ.লীগ), আনহার মিয়া (বিএনপি), শামসুল ইসলাম (বিএনপি), হুমায়ূন আহমদ তালুকদার (আ.লীগ), আমান উল্লাহ লেচু (বিএনপি), বর্তমান ইউপি সদস্য মুক্তার মিয়া (জাপা) ও রানা মিয়া (স্বতন্ত্র)।
৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আবুল হাসান (আ.লীগ), যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আব্দুল হাসিব (আ.লীগ), যুক্তরাজ্য প্রবাসী তৈয়ব কামালী (আ.লীগ), সালেহ আহমদ ছালিক (বিএনপি), মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম (খেলাফত মজলিস-ইছাক) ও বদরুল ইসলাম খান (খেলাফত মজলিস-ইছাক)।
৮নং আশারকান্দি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আইয়ূব খান (আ.লীগ), সাবেক ইউপি চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আহাদ মদরিছ (আ.লীগ), সাবেক ইউপি চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী শাহ আবু ইমানী (আ.লীগ), সাবেক ছাত্রনেতা সিরাতুল আম্বিয়া টিপু (জামায়াত), আজাদ কবেরি (আ.লীগ) ও রাজন মিয়া (স্বতন্ত্র)।
৯নং পাইলগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন (আ.লীগ), সাবেক ইউপি চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মঞ্জুর আলী আফজল (আ.লীগ), সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সুন্দর উদ্দিন (আ.লীগ), সাবেক ছাত্রনেতা ইয়াসিন খান (জামায়াত), মাওলানা দবির উদ্দিন (বিএনপি), একে শায়েক (বিএনপি), যুক্তরাজ্য প্রবাসী শামীম হোসেন (বিএনপি), ইকবাল হোসেন (আ.লীগ), আলহাজ্ব মখলিছ আলী (স্বতন্ত্র), যুক্তরাজ্য প্রবাসী জালাল উদ্দিন (বিএনপি) ও সংবাদকর্মী আনিসুর রহমান আবু (বিএনপি)।