জগন্নাথপুর উপজেলা পরিষদের আয়োজনে ইফতার অনুষ্টিত

0
669
blank
blank

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) পরিষদ হলরুমে আয়োজিত দোয়া ও ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন সিয়াম সাধনার গুরুত্বপূর্ন এ মাস এখন সমাপ্তির দিকে।

তিনি উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন কাজের কথা তুলে ধরে উপজেলা বাসীকে ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু। উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,

মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার । দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, এলজিইডির প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা নির্বাচন অফিসার মুজিবুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিউবো’র আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম আযাদ,

উপ-সহকারী প্রকৌশলী আবুল আজাদ পাবেল, উপজেলা সমবায় কর্মকর্তা দিলোয়ার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আমির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী হাসান গাজী, উপজেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন জালালী, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই,

জগন্নাথপুর সরকারি কলেজের প্রভাষক নিয়াজ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি নুরুল হক, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম পীর, শিল্পকলা একাডেমির অধ্যক্ষ নাট্য ব্যক্তিত্ব পরিতোষ চক্রবর্তী শিবু, শিক্ষক বিজয় দেব,

উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী মাহবুবুর রহমান মাহবুব, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানী, উপজেলা হিসাব রক্ষন অফিসের অডিটর কবির উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিনিয়র সহকারী আব্দুর রউফ, সহকারী ফয়সাল চৌধুরী,

উপজেলা পরিষদের সহকারী মিজানুর রহমান মিজান, এলজিইডি অফিসের হিসাব সহকারী ধীরেন্দ্র সূত্রধর, উপজেলা সহকারী কমিশনার ভুমি কার্যালয়ের সহকারী আব্দুল বাছিত, সহকারী নুরুল হক, উপজেলা উদ্ভিব সংরক্ষন কর্মকর্তা তপন চন্দ্র শীল, উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী সুব্রত তালুকদার,

উপজেলা টেকনেশিয়ান অরুপ সরকার, জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, সহ সভাপতি হুমায়ুন কবির, বাংলাদেশ মফস্বর সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির ফরিদী, বাংলা টিভির জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দেব,

সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের কার্যনিবাহী সদস্য গোলাম সারোয়ার, জগন্নাথপুর উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জুয়েল আহমদ, আজকের স্বদেশ ডটকমের নিজস্ব প্রতিবেদক রুম্মান আহমদ, সুজন মিয়া,

মাহিন আহমদ সহ বিভিন্ন প্রিন্টস ও ইলেক্ট্রনিক্্র মিডিয়ার উপজেলা প্রতিনিধিবৃন্দ এবং সরকারি কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী।