জগন্নাথপুর উপজেলা সহকারি শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠান

0
493
blank

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আলোচনাসভা, নবীণ শিক্ষকদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবির, জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আমিনুল হক, আল বাছিরুল ইসলাম, সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান, উপজেলা শিক্ষক প্রতনিধি রমেন্দ্র কুমার গোপ, সিলেট জেলা সহকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রমোতেশ দত্ত, সুনামগঞ্জ জেলা সহকারি শিক্ষক সমিতির আহবায়ক হারুনুর রশীদ, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন। জগন্নাথপুর উপজেলা সহকারি শিক্ষক সমিতির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হক এবং মহিলা বিষয়ক সম্পাদক বাপ্পী রাণী দে’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সদস্য গণেশ চক্রবর্তী। বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি আজিজুল হক, শেফালি বেগম, যুগ্ম-সম্পাদক মোঃ রুহুল আমিন, শাহজাহান সিরাজ, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ, নাসিমা খাতুন, অর্থ সম্পাদক আতাউর রহমান প্রমূখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ উপজেলা সহকারি শিক্ষক সমিতির নব-গঠিত কমিটির সদস্য ও সদ্য নিয়োগ প্রাপ্ত সহকারি শিক্ষকদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় এবং মানসম্মত প্রাথমিক শিক্ষার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে শিক্ষকদের প্রতি আহবান জানান অতিথিরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।