জঙ্গিবাদের সমাধান চায় না সরকার: মির্জা ফখরুল

0
495
blank

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশে চলমান জঙ্গিবাদ সমস্যা সমাধান করতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জঙ্গিবাদ নিরসনে সরকার আন্তরিক নয় দাবি করে তিনি বলেন, সরকার জঙ্গিবাদের সমস্যার সমাধান করতে চায় না। বরং তা জিইয়ে রেখে রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাইছে। ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য জঙ্গিবাদকে রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
চলমান জঙ্গিবাদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফখরুল ইসলাম জঙ্গিবাদের সঙ্গে জড়িত ও এর মদদদাতাদের খুজে বের করে রহস্য উন্মোচনের দাবি জানান।
ভারতের কাছ থেকে যে এক ফোঁটা পানিও পাবে না তা পানি মন্ত্রীর কথায় প্রমাণিত হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে সম্ভাব্য চুক্তির সমালোচনা করে তিনি বলেন, তিস্তার পানি চুক্তির নামে প্রতিরক্ষা চুক্তি করা যাবে না। তিস্তার পানি চুক্তি ছাড়া দেশের সার্বভৌমত্ব বিরোধী কোন চুক্তি হলে মানুষ মেনে নেবে না।