জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

0
498
blank
blank

অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, উন্নত দেশ ও জাতি গঠনে কারিগরি শিক্ষা ও জ্ঞানের কোনো বিকল্প নেই। কারিগরি ও প্রযুক্তি জ্ঞান কাজে লাগিয়ে যাতে কেউ জঙ্গি তৎপরতা না চালাতে পারে সেদিকে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র ৪০তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ও আইডিবি’র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের নিপীড়িত-নির্যাতিত মানুষকে বাংলাদেশে আশ্রয় দিয়েছেন। বিশ্ববাসী আজ বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে। আমরা আশা করি, শিগগিরই মিয়ানমার তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাবে। গত ২৪ আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় ৬ লাখ মিয়ানমারের নাগরিক বাংলাদেশে আশ্রয় নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সব দায়-দায়িত্ব নিয়ে বিশ্ব দরবারে আজ মানবতার নেত্রী হয়েছেন।