জনগণকে হয়রানি না করে ভালভাবে সেবা দিন: আইনমন্ত্রী

0
512
blank

ঢাকা : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জনগণকে হয়রানি না করে ভালভাবে সেবা দিলেই সাব-রেজিস্ট্রারদের ভাবমূর্তি সংকট দূর হবে। তাই জনগণকে সেবা দিতে কার্পণ্য করবেন না।’ বৃহস্পতিবার ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিবন্ধন অধিদপ্তরের সাবেক মহাপরিদর্শক খান মো. আব্দুল মান্নানের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন,মর্যাদা বৃদ্ধির জন্য নিবন্ধন পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীত করা হয়েছে। বালাম বই সংকট দূর করা হয়েছে। নকল নবীশদের বকেয়া পরিশোধ করা হয়েছে। সাব-রেজিস্ট্রারের শূন্য পদগুলো পূরণ করা হয়েছে। তাদের দেশে-বিদেশে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন শুধু জনগণকে সেবা দেওয়ার পালা।
তিনি বলেন, নিবন্ধন অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী সেবার মনোভাব নিয়ে কাজ করলেই জনগণ প্রকৃত সেবা পাবে এবং নিবন্ধন অধিদপ্তরের মর্যাদা বাড়বে।