জনগণের সরকার ক্ষমতায় আসবে: ড. কামাল

0
483
blank
blank

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জনগণের সরকার ক্ষমতায় থাকলে দেশ থেকে এভাবে হাজার হাজার কোটি টাকা পাচার হত না।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানবন্ধন কর্মসূচিতে তিনি একথা বলেন। ভোটের অধিকারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, ইনশাল্লাহ জনগণের ভোটে জনগণের সরকার ক্ষমতায় আসবে। পরিবর্তন হবে বৈধভাবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আমরা সবাই পরিবর্তন চাই। জনগণ চায় সুষ্ঠু নির্বাচন। যেন তারা তার নিজের ভোট নিজে দিতে পারে।

এতে আরো বক্তব্য রাখেন গণফোরামের নেতাদের মধ্যে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, আওম শফিক উল্লাহ, মোশতাক আহমেদ, ফরিদা ইয়াছমীন, রফিকুল ইসলাম পথিক, খান সিদ্দিকুর রহমানসহ ডাকসু’র সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিন। অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক সঞ্চলনার দাযিত্ব পালন করেন।