জাতিসংঘের শান্তির দূত হচ্ছেন মালালা

0
979
blank
blank

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের শান্তির দূত হচ্ছেন নোবেলজয়ী পাকিস্তানি কন্যা মালালা ইউসুফজাই। জাতিসংঘ মহাসচিবের তরফে কোনো বিশ্ব নাগরিকের প্রতি সর্বোচ্চ সম্মান জানানো হয় তাকে শান্তির দূত হিসেবে ঘোষণার মধ্য দিয়ে।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিখ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ১৯ বছর বয়সি মালালা ইউসুফজাই বিশ্বজুড়ে মেয়েদের শিক্ষার তাগিদ সম্পর্কে সবাইকে অবহিত করতে পেরেছেন। সোমবার এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে শান্তির দূত হিসেবে ঘোষণা করা হবে। এ দিন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ও যারা বিশ্বে মেয়েদের শিক্ষার জন্য কাজ করছেন, এমন কিছু প্রতিনিধির সঙ্গে মালালার কথোপকথন হবে।
২০১৪ সালে বিশ্বের সর্বকনিষ্ট ব্যক্তি হিসেবে নোবেল পুরস্কার গ্রহণ করেন মালালা। এবার তিনি জাতিসংঘের সবচেয়ে কম বয়সি শান্তির দূত হচ্ছেন।
পাকিস্তানের সোয়াত উপত্যকায় নারী ও কন্যা শিশুদের শিক্ষার পক্ষে শক্ত অবস্থান নিয়ে প্রচার চালানোয় পাকিস্তান তালেবান তাকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া। সুস্থ হওয়ার পর ২০১৪ সালে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় তাকে।