জাতীয় নির্বাচনে অনিয়ম হবে না, এমন নিশ্চয়তা নেই: সিইসি

0
493
blank

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, জাতীয় নির্বাচনে কোথাও কোনো অনিয়ম হবে না—এমন নিশ্চয়তা দেওয়ার সুযোগ তাঁর নেই। তবে অনিয়ম হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার নির্বাচন প্রশিক্ষণ ভবনে এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে সুষ্ঠু জাতীয় নির্বাচন নিয়ে অনেকে সংশয় প্রকাশ করছেন। এ বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, ‘আমরা অস্বস্তিতে নেই। আমরা মনে করি না যে নির্বাচন, জাতীয় নির্বাচনে এ রকম অসুবিধা হবে। তবে পাবলিক নির্বাচন, বড় বড় নির্বাচনে কোথাও কোনো অনিয়ম হবে না—এই নিশ্চয়তা দেওয়ার সুযোগ আমার নাই।’

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন সম্প্রতি বলেন, ইসির ওপর জাতির আস্থা নেই। এর প্রতিক্রিয়া জানতে চাইলে সিইসি বলেন, ‘ড. কামাল কীভাবে দেখেন, জাতির কী পরিসংখ্যান তাঁর কাছে আছে, তা তো আমি জানি না। একটা কথা বলতে হলে জাতির পরিসংখ্যান নিতে হবে, তার কাছে জাতি বলেছে কি না। ভোট নিয়ে বা কোনোভাবে ড. কামাল সাহেবকে বলেছে কি না যে আমরা জাতি, আস্থা রাখি না। এ রকম কথা তো আমি শুনি নাই।’